কমদামে খারাপ কাপড় কিনে জিতে গেলাম ভেবে নেয়াটা নেহাৎ ই বোকামি ছাড়া কিছুই নয়একটু ভেবে দেখুনখাদি ফেব্রিকের প্রতি ভালবাসা মানুষের এক দুদিনে আসেনি। এটা যুগের পর যুগ চলে আসছেবলাই বাহুল্য, যে কোনো পরিবর্তনের সাক্ষী সময়। সেই সময়ের অপসৃয়মাণতার সঙ্গে সঙ্গে খাদির চারিত্রিক বৈশিষ্ট্যেও এসেছে পরিবর্তন। এ প্রসঙ্গে আসার আগে খাদি বা খদ্দরের মৌলিক কিছু বিষয়ের ওপর আলো ফেলা যেতে পারে। এই বুনন কেবল সুতি সুতায় নয়। হতে পারে এবং হয়ও রেশম, অ্যান্ডি, মুগা, তসর, উল প্রভৃতিতে। খাদি কাপড়ের প্রকৃত বৈশিষ্ট্য হলো হাতে কাটা সুতা দিয়ে হাতে বোনা কাপড়। পরিভাষায় আমরা বলতে পারি, হ্যান্ড স্পান অ্যান্ড হ্যান্ড ওভেন কাপড়। অবশ্য হ্যান্ড স্পান সুতাই কেবল নয়, থাই স্পান সুতাও হতে পারে খদ্দরের উপকরণ। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন বা এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও আছে খাদি। সেখানে মিলবে উল খাদি, সিল্ক্ক খাদি, সুতি খাদি। আবার আমাদের এ অঞ্চলের খাদি সুতি ও রেশমি। আমাদের এখানে খাদি সিল্ক্ক বলতে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। এন্ডিকে বলা হয় খাদি সিল্ক্ক। আসলে তা নয়। সিল্ক্কের একটি ধরন এন্ডি। আমি খুবই অবাক হই যখন আমাকে কেউ ইনবক্সে বলে ” খাদি পাঞ্জাবি বা কামিজ পিস এর প্রাইজটা তুলনা মূলক বেশি রাখছেন এর চেয়েও কমে পাওয়া যায় ” মনে মনে ওট্টোহাসি হেসে মুখে বলে দেই আপু আমি এত কমে পারছিনা। অরিজিনাল খাদির মধ্যে ও নানান প্রকারভেদ আছে আমার দেখানো সাদা, আকাশী, লাল, আর সবুজ রঙের প্রতিটাই এক ই ধরনের খাদি নয়। এক একটা এক এক রকম। অঙ্গনার বায়না-ongonar bayna তে এই নিশ্চিয়তা টুকু দিতে পারি ১০০% খাদি কাপড় পাবেন ইনশাআল্লাহ আমি কোয়ালিটি টা মেইনটেইন করার চেস্টা করছি, অল্প দিনে লো কোয়ালিটির প্রডাক্ট সেল করে ধনী হবার ইচ্ছে আমার নাইআলহামদুলিল্লাহ ভালো আছি#handpaint#khadi #khadicotton #ongonarbayna