কিছু মানুষ শুধু রেজাল্ট টা দেখেই জাজ করা শুরু করে দেয়। আল্লাহই ভালো জানেন তাদের মনে কি চলে। এক একটা হ্যান্ড মেড প্রডাক্ট রেডি করা থেকে শুরু করে ক্রেতার কাছে পৌছানো পর্যন্ত কি পরিমান প্যারা খাইতে হয় সেটা না দেখেই বলে বসবে ভালোই ত,,,, ঘরে বসে ইনকাম! 😳
আরেএএ ভাই বসে বসেই কি আর ইনকাম হয়ে যায়😑 তাইলে ত হইছিল ই। হাতের বার টা বেজে যায়, কোমড় হাটু ব্যাথাও হয়, চোখ আর মাথার কথা না হয় বাদ ই দিলাম। ঘরে পোলাপান আর নানান কাজ। তাইলে এতকিছুর মধ্যে বসে বসে ইনকাম কথা টা কে বানাইলো ভাই🧐 বুঝে আসেনা😐
অফিসে নাহয় একটানা কাজ পরে এক দুই দিন ছুটি আর ব্যবসায় ছুটি বলে কিছুই নাই। তবে হ্যা অনেক সুবিধা ও আছে বইকি যেমন এক দুই দিন ছুটি কাটিয়ে একটানা রাত দিন এক করে কাজ কর🙃। আর ছুটি বলেই ছুটি শুধু হাতের কাজ ই ছুটি আর মোবাইল? এর থেকে দূরে কেম্নে? কখন কোন প্রডাক্ট যাবে, কোন ক্লাইন্ট কি বলছে, মেটেরিয়াল ঠিক ঠাক ডুকছে কিনা। কারখানায় সব বানানো হইলো কিনা, মডারেটর এর ফোন ত আছেই।
সব শেষে শান্তি আছে, সেটা হলো নিজের জন্য কাজ, নিজের ভালো লাগার কাজ। অবশ্যই মহান আল্লাহ ব্যতিত সম্ভব না।🥰

#ongonarbayna
#handmade
#handpainted